প্রজাতন্ত্র দিবসের আগের দিন-ই পদ্মশ্রী হন নারায়ণ দেবনাথ। সম্মান পাওয়ার তিন দিনের মাথাতেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে়।মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তাঁকে স্থানান্তর করতে হয়েছিল আইসিইউ-তে। আপাতত ভালো ও সুস্থ রয়েছে নারায়ণ দেবনাথ। কগনিভিটি সিস্টেম ঠিক রয়েছে কি না পরীক্ষা হয়। তখনই খাতায় এঁকে ফেলেন বাঁটুলকে। পরীক্ষায় পাস করে বেজায় খুঁশি শিশু সাহিত্যিক। সুযোগ পেলে ফের আঁকতে তৈরি তিনি। এমনটাই নাকি জানিয়েছেন চিকিৎসক ও নার্সদের।