কলকাতা শহরে ফের স্কুলবাস দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পড়ল হোলি চাইল্ড স্কুলের একটি বাস। পড়ুয়াদের নিয়ে সোমবার সকালে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। চিতপুর লকগেটের কাছে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ল্যাম্পপাোস্টে। সামনে বালির বস্তা থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যদিও বাসটি নিয়ন্ত্রণ হারানোর করাণে আহত হয় কমপক্ষে ২৫ জন ছাত্রী। বাসটির চালকও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনা ঘিরে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দু্র্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
কলকাতা শহরে ফের স্কুলবাস দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পড়ল হোলি চাইল্ড স্কুলের একটি বাস। পড়ুয়াদের নিয়ে সোমবার সকালে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। চিতপুর লকগেটের কাছে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ল্যাম্পপাোস্টে। সামনে বালির বস্তা থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যদিও বাসটি নিয়ন্ত্রণ হারানোর করাণে আহত হয় কমপক্ষে ২৫ জন ছাত্রী। বাসটির চালকও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনা ঘিরে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দু্র্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজট দেখা দেয়।