বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই দিন থেকেই একরকম সাজো সাজো রব গোটা বাংলায়। বিমানবন্দর রীতিমতন ঢাক-ঢোল পিটিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। ৪ তারিখ বুধবার কলকাতায় পা রাখেন অমিত শাহ। রাতটা কলকাতায় কাটিয়েই ৫ তারিখ বৃহস্পতিবার কলকাতা থেকে সোজা বাঁকুড়ায় যান তিনি। বৃহস্পতিবার সেখানেই আদিবাসী বাড়িতে মধ্যহ্ন ভোজন সারেন তিনি। তবে শক্রবার কলকাতাতেই থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনে সারবেন মধ্যাহ্ন ভোজন। নিউটাউন জ্যোতিনগরে মতুয়া মহাসংঘের মন্দিরে প্রথমে পুজো দেবেন। তারপর সেখান থেকেই যাবেন সেই সংঘের এক সদস্যের বাড়িতে। সেখানে বিজেপি কর্মী নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নিয়েই সাজো সাজো রব এখন সেখানে। বিজেপির পতাকায় সেজে উঠেছে গোটা রাস্তা। এখনও চলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি।