যাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া স্টেশন চত্বর। সন্ধ্যে ৭টায় শেষ লোকাল চলার কথা ঘোষণা করে নবান্ন। করোনা রুখতেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলার কথাও ঘোষণা হয়।
যাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া স্টেশন চত্বর। সন্ধে সাতটায় শেষ লোকাল চলার ঘোষণা নবান্ন করলেও হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায় বিকেল পাঁচটার আগে থেকেই দেখা মিলল না লোকাল ট্রেনের। কার্যত দিশেহারা হয়ে বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। নিউ কমপ্লেক্স-এর স্টেশন ম্যানেজার ঘর ও ডিআরএম অফিস এর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। যাত্রীদের অভিযোগ নির্দিষ্ট সময়ে ট্রেন চলছে না দক্ষিণ-পূর্ব শাখায়। পাশাপাশি ট্রেনের সংখ্যাও কম। ওই শাখাতে ট্রেনের যাত্রাপথের সময় সীমাও বদল করেনি রেল। স্বভাবতই হাওড়া স্টেশনে ভিড় জড়ো হতে থাকে। বাড়ি ফেরার উদ্বিগ্ন বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। পরে নবান্ন থেকে পূর্ব রেলকে চিঠি দিয়ে রাত ১০ টায় শেষ ট্রেন চালানোর কথা জানানো হয়।