টানা পাঁচদিন আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। আজ এনআরএস পৌঁছলেন আইএমএ প্রধান শান্তনু সেন। তিনি বলেন, কোনও আন্দোলনই সমাজ বা মানুষকে বাদ দিয়ে নয়। তিনি বলেন, যে বুদ্ধিজীবীরা চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন তাঁদের পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে এসে পরিষেবা না পেয়ে ফিরে যান তখন তাঁরাও চিকিৎসকদের ছেড়ে কথা বলবেন না।
তিনি আরও বলেন, আমাদের ডাক্তারদের মনে রাখা উচিত, আমরা মানুষের জীবন মৃত্যু নিয়ে কাজ করি।
এদিন এনআরএস-এ এসে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আবেদন করলেন শান্তনু সেন। কিন্তু তাঁদের দাবি মুখ্য়মন্ত্রী এলে তবেই আন্দোলন তুলবেন তাঁরা।