ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের একই সঙ্গে তাল মিলিয়ে উদযাপিত হচ্ছে রাখি বন্ধন উৎসবও। সেই রাখির আমেজই দেখাগেল নিউ মার্কেট চত্বরে। সেখানে জোর কদমে চলছে রাখির উপহার কেনা। তবে আর বেশিদিন বাকি নেই পুজোরও। ফলে একই সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়েছে পুজোর কেনা কাটাও। বৃষ্টিকে উপেক্ষা করেও উৎসবে মেতেছে কলকাতা।