নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করে বিজয়া সারলেন মুখ্যমন্ত্রী। গান, গল্প সহযোগে চলল আলাপচারিতা। খোশ মেজাজে জমে ওঠে বৈঠকী আড্ডা। বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন ও কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন অভিজিৎবাবুর মা নির্মলাদেবীর পড়শিরাও। সাবুর বড়া ও সন্দেশ সহযোগে জমিয়ে চলে আড্ডা। বিজয়ার আড্ডার মেজাজকে আরও উসকে দিতে গান ধরেন ইন্দ্রনীল সেন, গেয়ে ওঠেন 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে'।
নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করে বিজয়া সারলেন মুখ্যমন্ত্রী। গান, গল্প সহযোগে চলল আলাপচারিতা। খোশ মেজাজে জমে ওঠে বৈঠকী আড্ডা। বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন ও কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন অভিজিৎবাবুর মা নির্মলাদেবীর পড়শিরাও। সাবুর বড়া ও সন্দেশ সহযোগে জমিয়ে চলে আড্ডা। বিজয়ার আড্ডার মেজাজকে আরও উসকে দিতে গান ধরেন ইন্দ্রনীল সেন, গেয়ে ওঠেন 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে'।