জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াল যাদবপুরের পড়ুয়ারা। পুলিশের ক্যাম্পাসের ঢোকার প্রতিবাদে যুদবপুরের পড়ুয়ারা পথে নামলেন। সোমবার দুপুরে মিছিল করলেন তারা।
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াল যাদবপুরের পড়ুয়ারা। পুলিশের ক্যাম্পাসের ঢোকার প্রতিবাদে যুদবপুরের পড়ুয়ারা পথে নামলেন। সোমবার দুপুরে মিছিল করলেন তারা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন অধিকারে পুলিশ ঢোকে সেই প্রশ্ন তুলে রবিবার রাতেও চলে বিক্ষোভ প্রদর্শন। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে প্রধানমন্ত্রীর কুশপুকুলও দাহ করা হয়।
এদিকে নাগরিকত্ব আইনের সমর্থনে এদিন পাল্টা মিছইল করে বিজেপি। এই মিছিলকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় সুলেখা মোড়ে। মিছিল রোখায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় গেরুয়া শিবিরের সমর্থকরা। সুলেখা মোড় আটকে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে চরম হয়রানির মুখে পড়তে হয় আম জনতাকে।