১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরভোট। কলকাতা পুরভোটের আগে আর মাত্র কটা দিনের অপেক্ষা। জোর কদমে চলছে এখন পুরভোটের প্রচার। বেহালা ১২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নবনীতা ভট্টাচার্য।
কলকাতা কর্পোরেশনের বেহালা ১২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী নবনীতা ভট্টাচার্য্য এর সমর্থনে আজ পর্ণশ্রী আদর্শনগরে প্রচারে আসলেন অগ্নিমিত্রা পল প্রচারে এসে তিনি দলীয় হ্যান্ডবিল সবাইকে দিলেন। অগ্নিমিত্রা পাল জানান ৩৪ বছর বামফ্রন্ট সরকার ছিল ১১ বছর তৃণমূল সরকার কোন কিছু উন্নয়ন হয়নি। দিদি জিতে মুখ্যমন্ত্রীর হওয়ার পর বললেন সব কাজ হয়ে গেছে কিন্তু কোন কাজ হয়নি।এখন যে জায়গায় দাঁড়িয়ে ১২৯ নম্বর ওয়ার্ডের বৃষ্টি হলেই কোমর পর্যন্ত জল জমে কোন নোংরা পরিষ্কার হয় না জল জমে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু হলে কোন পরিষেবা নেই অথচ ডাক্তারদের বলা হচ্ছে যাতে না ডেঙ্গু উল্লেখ না করে। ১২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জায়গায় লাইট নেই। অনেকটা দূরত্বে দূরত্বের লাইট রয়েছে। সন্ধ্যার আটটার পর বিশেষ করে মহিলাদের বাবা মা বলে দেরি করে ফিরিস না কোন সিকিউরিটি নেই। অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু কোন কাজ করে না এই সকল বিভিন্ন ইস্যু রয়েছে। এর পাশাপাশি রয়েছে সিন্ডিকেট কাটমানি দিয়ে এই সরকার চলছে। কলকাতা পৌরসভাতে যেখানে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস ও চিত্তরঞ্জন দাস মেয়র ছিলেন এখন কাকে সেখানে বসানো হয়েছে ফিরহাদ হাকিম কে যাকে আমরা স্যান্ডো গেঞ্জি পড়ে টাকা নিতে দেখেছি।