১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার ভোট। জোড় কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার রাস্তায় রাস্তায় চলছে তৃণমূলের প্রচার। মঙ্গলবার হুড খোলা গাড়িতে প্রচারে কাকলি বাগ।
কলকাতা কর্পোরেশনের ১১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী কাকলি বাগের সমর্থনে আজ নিউ আলিপুর স্টেট ব্যাংক পার্ক থেকে হুড খোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় সিঙ্গুরে আজ বিজেপির ধরনা নিয়ে বলেন ভোটের সময় লোকে ভোট করে। সেখানে ভোটের মাঠ ছেড়ে বিজেপি অন্য জায়গায় গেছে। তারা বুঝে নিয়েছে তারা শুন্য পাবে। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে নির্বাচন কমিশনকে ১৪৪ টা বুথে সিসিটিভি লাগানো নিয়ে বললেন সিসিটিভি লাগানোতো ভালো। সিসিটিভি কেনো তারা সব কিছুই করছে কিন্তু মানুষ তো ওদের সাথে নেই। আমরা মানুষের সাথে ৩৬৫ দিন থাকি । আমাদের সাথে মানুষ আছে। আমরা বিশ্বাসী মানুষ আমাদের আশীর্বাদ করবে। গতকাল ১৭ জনের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার নিয়ে বিজেপি বলেছে তৃণমূল ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলাদেশীদের দেশে ঢুকাচ্ছে এই নিয়ে বলেন :বিজেপি যা বলছে বলুক। বিধানসভা নির্বাচনে ওরা যা করেছিল সেটা মানুষের সামনে পরিষ্কার। আমাদের এইসব ছোটখাটো কথা শোনার সময় নেই আমরা চলি মানুষের সমর্থনে । আমাদের সাথে মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে।