কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। সবার নজর কলকাতার পুরভোটের দিকে। রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু পুরভোট। ভোট ঘিরে একাধিক জায়গায় অশান্তির খবর। 'বঙ্গবাসী কলেজে শান্তিপূর্ণ ভোট', জানালেন সজল ঘোষ। পাল্টা তৃণমূলের দাবি জিতবে দিদি।
কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। সবার নজর কলকাতার পুরভোটের দিকে। রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু পুরভোট। ভোট ঘিরে একাধিক জায়গায় অশান্তির খবর। 'বঙ্গবাসী কলেজে শান্তিপূর্ণ ভোট', জানালেন সজল ঘোষ। 'বিজেপি ১০০ তে ১০০ পাবে', জয় নিয়ে আশাবাদী সজল। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই শুরু কলকাতা পুরভোট। কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। মোট ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। চলছে স্পেশাল কুইক রেসপন্স টিমের নজরদারি। তার মধ্যেই বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসে। তবে বঙ্গবাসী কলেছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই জানান সজল ঘোষ। ভোট শুরুর আগে কলেজের মধ্যে ঢেকে দেওয়া হয় সমস্ত ক্যামেরা। সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। পাশাপাশি বিজেপির জয় নিশ্চিত বলে জানান সজল ঘোষ। অন্যদিকে সেখানকার তৃণমূল প্রার্থীর দাবি সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে।