ভিড়ে ঠাসা মেট্রোর কামরার একটি দরজা খোলা। সেই অবস্থাতেই ছুটল ট্রেন। গোটা যাত্রাপথে খোলা দরজা আগলে দাঁড়িয়ে থাকলেন একজন আরপিএফ কর্মী এবং মেট্রো রেলের এক গ্রুপ ডি কর্মী। বুধবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলেন মেট্রো রেলের যাত্রীরা। ভিড়ে ঠাসা ট্রেনে দরজা খুলে এমন বিপজ্জনক যাত্রার অনুমতি কীভাবে দেওয়া হল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনার সূত্রপাত দমদম স্টেশনে। কবি সুভাষগামী একটি এসি মেট্রোর ছাড়ার সময় দেখা যায় সেটির পঞ্চম কামরার একটি দরজা বন্ধ হচ্ছে না। ট্রেন না ছাড়ায় অফিস টাইমে কয়েক হাজার যাত্রীর ভিড় জমে যায় স্টেশনে। শেষ পর্যন্ত যাত্রী চাপ সামাল দিতে দরজা খোলা অবস্থাতেই ট্রেনটি ছাড়া হয়। খোলা দরজার পাশে পাহারায় থাকেন এক আরপিএফ কর্মী এবং একজন গ্রুপ ডি কর্মী।