আইএসসি পরীক্ষায় বড় সাফল্য়ের জন্য় বড় সম্মান দেওয়া হল ছাত্রী রিচা সিং-কে। আইএসসি পরীক্ষায় এবার ৯৯.২৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে রিচা।
রানিকুঠির জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলের ছাত্রী রিচা সারা দেশে চতুর্থ স্থানাধিকারী । রিচার আরও একটি পরিচয় রয়েছে। রিচার বাবা রাজেশ কুমার সিং কলকাতা পুলিশের কর্মী। বর্তমানে তিনি গড়িয়াহাট থানার অ্য়াডিশনাল ওসি। আর সেই কারণেই কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে রিচার সাফল্য়ের কথা পোস্ট করেন।
এখানেই শেষ নয়। বুধবার রিচাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ভাবে সম্বর্ধনাও জানানো হয়। ডিসি কল্য়াণ মুখোপাধ্য়ায় এদিন নিজের চেয়ার ঘণ্টাখানেকের জন্য় রিচাকে ছেড়ে দেন। রিচাকে উৎসাহিত করতেই এই প্রতীকী সম্মানে ভূষিত করা হয় তাকে।
এছাড়াও লালবাজারে রিচাকে সংবর্ধিত করা করেন নগরপাল রাজেশ কুমার। সঙ্গে ছিলেন রিচার বাবা রাজেশ সিং-ও। কলকাতার পুলিশের এই ফেসবুক পোস্টে বহু মানুষ রিচাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভবিষ্য়ৎ পরিকল্পনার জন্য়। রিচা সিং-এর এই পোস্টটি মুহূর্তে ফেসবুকে ছড়িয়ে পড়ে।