শহিদ দিবস পালন করল কলকাতা পুলিশ। আজ সকালে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশ শহিদ দিবস পালন করা হয়। বিগত বছরে পুলিশ ডিপার্টমেন্টে শহিদ হওয়া পুলিশ কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
শহিদ দিবস পালন করল কলকাতা পুলিশ। আজ সকালে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশ শহিদ দিবস পালন করা হয়। বিগত বছরে পুলিশ ডিপার্টমেন্টে শহিদ হওয়া পুলিশ কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। রেড রোডে পুলিশের শহিদ বেদিতে মালা দেন নগরপাল ছাড়াও পুলিশের অনান্য আধিকারিকরা। এদিন সকাল থেকেই পুলিশ মেমোরিয়াল ঘিরে ছিল সাজ সাজ রব। ফুল দিয়ে সাজানো হয় শহিদ বেদি। পরে সেখানে প্রয়াত পুলিশ কর্মীদের শ্রদ্ধার্ঘ্য় দেন পুলিশ কমিশনার।