শহরে আয়োজিত হতে চলেছে ভিনটেজ কার ব়্যালি। আগামী ৫ জানুয়ারি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে বাইপাসের ধারে মেট্রোপলিটন ক্লাবের সামনে থেকে শুরু হবে এই ব়্যালি। রুবির মোড় হে রাসবিহারী অ্যাভিনিউ, বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ সারকুলার রোড, শরৎ বোস রোড, দেশপ্রিয় পার্ক হয়ে আবার ইএম বাইপাসের উপর ফিরে আসবে এই ব়্যালি।
শহরে আয়োজিত হতে চলেছে ভিনটেজ কার ব়্যালি। আগামী ৫ জানুয়ারি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে বাইপাসের ধারে মেট্রোপলিটন ক্লাবের সামনে থেকে শুরু হবে এই ব়্যালি। রুবির মোড় হে রাসবিহারী অ্যাভিনিউ, বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ সারকুলার রোড, শরৎ বোস রোড, দেশপ্রিয় পার্ক হয়ে আবার ইএম বাইপাসের উপর ফিরে আসবে এই ব়্যালি। যার অন্যতম আয়োজক মদন মিত্র। সাংবাদিক সম্মেলনে তিনি জানান এই ব়্যালিতে অংশ নেবে ৮০টি ভিনটেজ কার। ২০ কিলোমিটার ধরে হবে ব়্যালি। মেট্রোপলিটন ক্লাবে রাখা থাকবে পুরনো আমলের বাইকও। শোনা যাচ্ছে কাজী নজরুল ইসলামের ব্যবহৃত ৮৮ বছরের পুরনো বেবি অস্টিন টুরাও এই ভিনটেজ কার ব়্যালিতে অংশ নিতে চলেছে। এই ভিনটেজ কার ব়্যালি নিয়ে স্বাভাবিক ভাবেই উত্তেজিত হয়ে রয়েছেন অংশগ্রহণকারীরাও।