নারদা কাণ্ডে এবার সরাসরি মুকুল রায়ের গ্রেফতারি দাবি করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তার দাবি, ধৃত পুলিশ কর্তা এস এম এইচ মির্জা যে তথ্য সিবিআই-কে দিয়েছেন, তার ভিত্তিতেই মুকুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। তাঁকে টাকা নিতে দেখা যায়নি বলে মুকুল যে দাবি করছেন, তাকেও কটাক্ষ করেন কুণাল। তাঁর প্রশ্ন সিবিআই যেখানে তদন্ত করছে সেখানে কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন মুকুল। শুধু তাই নয়, নারদা ভিডিও-কে ধৃত আইপিএস অফিসার এসএমএইচ মির্জার মুখে মুকুল রায়ের নাম শোনা গিয়েছিল বলে মনে করিয়ে দেন কুণাল। তাঁর প্রশ্ন, তৃণমূলে থাকাকালীন কেন তাহলে মির্জার বিরুদ্ধে মানহানির মামলা করলেন না মুকুল রায়? প্রসঙ্গত এ দিনই ধৃত আইপিএস অফিসার এসএমএইচ মির্জা দাবি করেছেন, তিনি মুকুল রায়কে টাকা দিয়েছিলেন।