ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে আতঙ্কে রয়েছে রাজ্যের মানুষ। এবার এই নিয়েই প্রতিবাদ করলেন বামপন্থীরা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কলকাতা কর্পোরেশনের সামনে বাম ছাত্র-যুব-মহিলাদের বিক্ষোভ চলে। প্রতিবাদ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বাম কর্মী-সমর্থকদের। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে চলে বিক্ষোভ।