ভাইফোঁটার সকালে বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হাজির দলের হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সল্টলেকের সিএল ব্লকে দিলীপবাবুর বাড়িতে গিয়ে তাঁকে ফোঁটা দিলেন লকেট। খাইয়ে দিলেন মিষ্টি। উপহার হিসেবে খড়্গপুরের সাংসদের হাতে জহর কোট তুলে দেন তিনি। জহর কোটের রংও অবশ্য ছিল গেরুয়া। লকেটকে আশীর্বাদও করেন দিলীপ। তবে একা দিলীপবাবু নন, তাঁর বাড়িতে উপস্থিত আরও বেশ কয়েকজনকেও ফোঁটা দেন লকেট।
এ বছরই সাংসদ নির্বাচিত হয়েছেন দিলীপ এবং লকেট। ভাইফোঁটা উপলক্ষে সারাদিনই ব্যস্ত থাকবেন দিলীপবাবু। আর জরুরি মিটিংয়ে দিল্লি চলে যাবেন লকেট। তাই সকাল সকাল দিলীপবাবুর বাড়িতে হাজির হয়ে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। এমনিতেই ভোরে ওঠা অভ্যাস রয়েছে বিজেপি রাজ্য সভাপতির। এ দিনও সকাল সকাল উঠেই তৈরি হয়ে নেন বিজেপি রাজ্য সভাপতি। নিজের মামাত বোনের দেওয়া নতুন পাঞ্জাবি পরেই ভাইফোঁটা নিতে বসেন তিনি। ফোঁটা দিয়ে দিলীপবাবুর সুস্থ শরীরের কামনা করেন লকেট। আর হুগলির সাংসদের জীবনে আরও সাফল্য কামনা করেন 'দাদা' দিলীপ