অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার হয় তাঁর। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আগামী ১০ দিন কথা না বলার পরামর্শ দিয়েছেন তাঁরা চিকিৎসকরা। দেড় মাস পর থেকে আবার তার রাজনৈতিক কর্মসূচি করবেন তিনি।
অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার হয় তাঁর। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আগামী ১০ দিন কথা না বলার পরামর্শ দিয়েছেন তাঁরা চিকিৎসকরা। দেড় মাস পর থেকে আবার তার রাজনৈতিক কর্মসূচি করবেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে কাগজে লিখে সেই কথাই জানালেন মদন। জানা গিয়েছে, মদনের গলায় দু’টি ভোকাল পলিপ ছিল। তারই অস্ত্রপচারের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। সফল ভাবে সেই পলিপের অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অস্ত্রপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। বৃহস্পতিবারই চিকিৎসকরা জানিয়েছিলেন শরীর ঠিক থাকলে শুক্রবারই তাঁর ছুটি হয়ে যাবে। সেই মতোই এদিন ছুটি হয়ে যায় তাঁর। মদন মিত্র-র দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞও করেন অনেকই। আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন। এদিন তাঁকে দেখেই বেশ বোঝা গেল তিনি এখন অনেকটাই ভালো আছেন।