রিক্সার চালক বসে যাত্রীর আসনে, রিক্সা টানছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শনিবার এমনই ছবি দেখা গেল ভবানীপুরে। প্রতিদিনই প্রায় দাম বাড়ছে জ্বালানির। পেট্রোল-ডিজেলের দাম প্রায় ১০০ ছুঁইছুঁই। যার প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসেও। যার জেরে বাজার এখন আগুন, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। অভিনব কায়দায় রাস্তায় নেমে এবার তারই প্রতিবাদ জানালেন মদন মিত্র।