দীর্ঘদিন ধরে চলে আসছে উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী পুজো। সেখানেই দেখা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। পুজো করতে দেখা গেল গৌরবকে, সঙ্গে ছিলেন দেবলীনা। গৌরব এবং দেবলীনার সঙ্গে হাসি‐ঠাট্টাও করলেন মদন মিত্র। এছাড়াও পুজোয় ছিলেন সৌরভ ও তাঁর স্ত্রী ত্বরিতা। সবাইকেই সাবেকি সাজে দেখা গেল সেখানে। লাল পাড় সাদা শাড়িতে নজর কাড়লেন দেবলীনা। অন্যদিকে গৌরবকেও দেখা গেল ধুতি পড়ে।
দীর্ঘদিন ধরে চলে আসছে উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী পুজো। সেখানেই দেখা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। পুজো করতে দেখা গেল গৌরবকে, সঙ্গে ছিলেন দেবলীনা। গৌরব এবং দেবলীনার সঙ্গে হাসি‐ঠাট্টাও করলেন মদন মিত্র। এছাড়াও পুজোয় ছিলেন সৌরভ ও তাঁর স্ত্রী ত্বরিতা। সবাইকেই সাবেকি সাজে দেখা গেল সেখানে। লাল পাড় সাদা শাড়িতে নজর কাড়লেন দেবলীনা। অন্যদিকে গৌরবকেও দেখা গেল ধুতি পড়ে।