সোনাগাছির দুর্বার মহিলা দূর্গোৎসব কমিটির খুঁটি পুজো ছিল বুধবার। সেখানেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র। তাঁর সঙ্গে সেখানে যান কৃষ্ণকলি অর্থাৎ তিয়াসা রায়ও। সেখানে যৌনপল্লীর মহিলাদের হাতে বাজার তুলে দেন তাঁরা। সেই সঙ্গেই তাঁদের হাতে বস্ত্রও তুলেদেন তাঁরা। সেখানে ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষকে পাগল বলতেও ছাড়লেন না তিনি। পাশাপাশি দু'কলি গান গেইতেও শোনা গেল তাঁকে।