নাগরিকত্ব সংশোধনি বিল পাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অশান্তি। কোথাও বাসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো কাথাও টেন লক্ষ করে চলছে পাথরবৃষ্টি। রাজ্যের নানা প্রান্তে মিলছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাগরিকত্ব সংশোধনি বিল পাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অশান্তি। কোথাও বাসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো কাথাও টেন লক্ষ করে চলছে পাথরবৃষ্টি। রাজ্যের নানা প্রান্তে মিলছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র নাগরিকত্ব বিলকে আইনে পরিণত করলেও বাংলায় সিএবি এবং এনআরসি কোনওটাই হবে না বলে আশ্বস্ত করেন মমতা। পাশাপাশি সিএবি আইনের প্রতিবাদ গণতান্ত্রিক উপায়ে করার আবেদন জানান রাজ্য প্রশাসনের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।