প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাজধানী সফরে মমতা। একাধিক বিষয় নিয়ে আলোচনা করতেই মমতার রাজধানী সফর। সোমবার রাজধানী সফরে রওনা দেন মুখ্যমন্ত্রী। রাজধানী যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাজধানী সফরে মমতা (Mamata Banerjee)। একাধিক বিষয় নিয়ে আলোচনা করতেই মমতার রাজধানী সফর। সোমবার রাজধানী সফরে রওনা দেন মুখ্যমন্ত্রী। রাজধানী যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, বিজেপি (BJP) শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে। সায়নীর মতো একজন শিল্পীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বললেন মমতা। অত্যাচার চলছে বলে বিরোধীদলের তীব্র নিন্দা করলেন মমতা। ত্রিপুরা Tripura issue) উত্তপ্ত, দাবি মমতার। মার খেয়েও তৃণমূল লড়াই করছে, বললেন মমতা। স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল সাংসদদের (TMC MPs) সঙ্গে দেখা করেননি, এই কথাও তুলে ধরলেন মমতা। তবে মূলত বিএসএফ ইস্যু (BSF issue) নিয়েই কথা বলতে যাচ্ছেন তিনি। এদিন মমতা সাফ জানালেন, 'গায়ের জোড়ে এলাকা দখল করতে দেবো না।'