দুর্গাপুজোর পর এবার কালীপুজোর উদ্বোধনেও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় একটি কালীপুজোর উদ্বোধন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্কে ওই কালীপুজোর তৃণমূল নেতা সুব্রত বক্সির ছেলে যুক্ত বলে জানা গিয়েছে। এদিন ধর্মতলার জানবাজার, শেক্সপিয়ার সরণী থানার সামনে আরও দুটি কালীপুজোরও উদ্বোধন করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে কালীপুজো হয়।