অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পাওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অভিনন্দন জানাতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে স্বয়ং হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলাদেবীকে রত্নগর্ভা বলেই সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। মায়ের সঙ্গে দেখা করতে আগামী ২৩ নভেম্বর কলকাতায় আসার কথা নোবেলজয়ী অভিজিৎবাবুর। সেই সময় পরিবারের সঙ্গে ব্যস্ত থাকবেন তিনি। তবে পরবর্তী সময়ে দিন ঠিক করে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে অভিজিৎবাবুকে। সোমবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের খবর সামনে আসতেই নোবেলজয়ীর কলকাতার ফ্ল্যাটে মিষ্টি ও ফুল পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্মলাদেবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও উপহার নিয়ে যান তিনি।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পাওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অভিনন্দন জানাতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে স্বয়ং হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলাদেবীকে রত্নগর্ভা বলেই সম্বোধন করেন মুখ্যমন্ত্রী।মায়ের সঙ্গে দেখা করতে আগামী ২৩ নভেম্বর কলকাতায় আসার কথা নোবেলজয়ী অভিজিৎবাবুর। সেই সময় পরিবারের সঙ্গে ব্যস্ত থাকবেন তিনি। তবে পরবর্তী সময়ে দিন ঠিক করে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে অভিজিৎবাবুকে।