গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গিদের হাতে ৫ শ্রমিকের হত্যার ঘটনা সামনে আসতেই তীব্র নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের গ্রামে পৌঁছল নিহতদের নিথর দেহ। এভাবে রাজ্যের শ্রমিকদের খুন হওয়ার ঘটনা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী।
গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গিদের হাতে ৫ শ্রমিকের হত্যার ঘটনা সামনে আসতেই তীব্র নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের গ্রামে পৌঁছল নিহতদের নিথর দেহ। এভাবে রাজ্যের শ্রমিকদের খুন হওয়ার ঘটনা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী। ৩৭০ ধারা বিলোপের পর বর্তমানে কেন্দ্রের অধীনে রয়েছে কাশ্মীর। সেখানে এভাবে জঙ্গিদের ক্রিয়াকলাপ বেড়ে চলা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনাটাই পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।