নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার রেড রোড থেকে মিছিল শুরুর আগে শপথবাক্য পাঠ করালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্যে বাংলা থেকে কাউকে তাড়াতে দেওয়া হবে না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এনআরসি এবং নাগরিকত্ব আইন কার্যকর করতে দেওয়া হবে না বলে শপথ নেন মুখ্যমন্ত্রী। রেড রোড থেকে শুরু হয়ে মিছিল যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। এ দিন প্রথমে রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলনেত্রী। এর পর উপস্থিত জনতাকে শপথবাক্য পাঠ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সির মতো তৃণমূল নেতারা।