ডেঙ্গু সচেনতায় এবার নিজে রাস্তায় নেমে এলাকার জঞ্জাল পরিষ্কার করলেন মেয়র ফিরহাদ হাকিম। রবিবার সকালে চেতলা এলাকায় নিজের ওয়ার্ডেই এই উদ্যোগ নিয়েছিলেন মহানাগরিক। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে মানুষ আগে থেকে অনেকটাই সচেতন হয়েছেন। তা সত্ত্বেও এখনও বেশ কিছু মানুষ নিজের এলাকা নোংরা করছেন, যত্রতত্র জঞ্জালও ফেলছেন তাঁরা। মহানাগরিক নিজে রাস্তায় বেরিয়ে জঞ্জাল সাফাই করছেন, এটা দেখে মানুষ এলাকা পরিষ্কার রাখতে আরও উদ্যোগী হবেন বলেও আশাবাদী মেয়র। নিজেদের প্রিয়জনদের স্বার্থেই ডেঙ্গু রুখতে এলাকা পরিষ্কার রাখার জন্য আবেদন জানান ফিরহাদ হাকিম। যতক্ষণ না শহরের সব মানুষকে সচেতন করা যাচ্ছে, ততক্ষণ সচেতনতা অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র।