সোমবার বিকেল থেকে এনআরএস-এ চিকিৎসায় গাফিলতির জেরে এক রোগীর মৃত্যু হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজনরা। রাতের দিকে হাসপাতালে কর্তব্যরতজুনিয়র চিকিৎসক পরিবাহ মুখোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয়। তাঁর ফ্রণ্টাল লোবে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে। এর পরেই নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। পরিবাহর চিকিৎসকেরা আজ জানান, "মাথায় গুরুতর আঘাত ছিল। দুই ঘণ্টা ধরে অপারেশন হয়েছে। রুগী এখন একটু ভালো নিজের হাতে খাওয়ায় খেয়েছে, কথা বলছে। কিন্তু যেহেতু ব্রেন অপারেশন হয়েছে, সংক্রমণের একটা সম্ভাবনা আছে । এখন রুগীকে অবজারভেশনে রাখা হবে। কত দিন রাখা হবে সেটা রুগীর স্বাস্থ্যের উপর নির্ভর করছে"।