সল্টলেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার আচমকা হামলার মুখে বেশ কয়েকজন পথচারী এবং মোটরবাইক আরোহী। সোমবার দুপুর থেকেই সিটি সেন্টার ওয়ান-এর কাছে আচমকাই লাঠি হাতে পথচারীদের উপরে চড়াও হন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। সিগন্যালে দাঁড়িয়ে বেশ কয়েকটি বাইকের আরোহীদের আচমকাই লাঠি দিয়ে মারতে শুরু করেন তিনি। একইভাবে কিছু বুঝে ওঠার আগেই পথচারীদেরও লাঠি দিয়ে আঘাত করতে থাকেন ওই মহিলা। দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন দু' একজন।
স্থানীয় বাসিন্দা এবং এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা এর আগেও পথচারীদের উপরে চড়াও হয়েছেন। পুলিশ যাতে ওই মহিলাকে উদ্ধার করে যথাযথ চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করে, সেই দাবি জানিয়েছেন তাঁরা।