অশোকনগরের শিশু উৎসব কমিটি এবার ২০তম বর্ষে পা দিল। আর এই উপলক্ষে অশোকনগর-কল্যাণগড় পুর এলাকার মোট ১৪টি দেওয়ালে ছবি আঁকে ১১০জন শিশু। ছবির বিষয় ছিল "কোভিড-১৯" ও "জল বাঁচাও", "গাছ বাঁচাও", "পরিবেশ বাঁচাও"। শিশুদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে দেওয়াল অঙ্কনের আয়োজন করে শিশু উৎসব কমিটি। রং-তুলির সাহায্যে শিশু ও কিশোর কিশোরীদের হাত ধরে সেজে উঠেছে শহরের একাধিক দেওয়াল। ছবি আঁকার মাধ্যমে শহরের সৌন্দর্য শুধু বাড়াবে না ছড়িয়ে পড়বে সচেতনতার বার্তাও, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। শনিবার শিশু উৎসবের উদ্বোধন করেন পরিবেশ প্রেমী বঙ্কিম চক্রবর্ত্তী, প্রধান অতিথি ছিলেন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলের প্রধান শিক্ষক, নাট্যাভিনেতা মনোজ ঘোষ।