দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে আচমকা ধস। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে সেখানে। এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। মেট্রো রেলের লাইনের পাশেই ধস নামে। টানা বৃষ্টির কারণেই ধস বলে জানাচ্ছেন সেখানে কর্মরত শ্রমিকরা। ধস নামায় মেট্রোর যাতায়াতের গতি কমিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ধস মেরামতির কাজ।
দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে আচমকা ধস। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে সেখানে। এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। মেট্রো রেলের লাইনের পাশেই ধস নামে। টানা বৃষ্টির কারণেই ধস বলে জানাচ্ছেন সেখানে কর্মরত শ্রমিকরা। ধস নামায় মেট্রোর যাতায়াতের গতি কমিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ধস মেরামতির কাজ।