ইফতার পার্টিতে গিয়ে খাওয়া দাওয়া করলেন মিমি

swaralipi dasgupta | undefined | May 30 2019, 04:00 PM IST
  • বুধবার নরেন্দ্রপুরের ইফতার পার্টিতে পৌঁছে গেলেন নতুন নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী
  • কামালগাজি মোড়ে প্রত্যেক বছরের মতো সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌস বেগমের পরিচালনায় এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে
     

বুধবার নরেন্দ্রপুরের ইফতার পার্টিতে পৌঁছে গেলেন নতুন নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী। কামালগাজি মোড়ে প্রত্যেক বছরের মতো সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌস বেগমের পরিচালনায় এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। 

এই ইফতার পার্টিতেই পৌঁছে যান মিমি। সেখানে গিয়ে খাওয়া দাওয়াও করেন। এছাড়াও ছিলেন নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক  ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলাররা। 

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লির সংসদ ভবন থেকে প্রথম বারের জন্য ঘুরে এলেন মিমি চক্রবর্তী।  সেখানে গিয়ে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি। সাদা শার্ট, ব্লু জিন্স, পায়ে স্নিকার্স আর চোখে রোদ চশমা দিয়ে সংসদ ভবনের সামনে ছবি তোলেন তারকা সাংসদ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সংসদ ভবনে প্রথম দিন। আমাকে আশীর্বাদ করুন ও সমর্থন করে যান।


কিন্তু এই ছবি পোস্ট করার পরেই তাঁকে নিয়ে শুরু হয় ট্রোল। একদল নেটিজেন প্রশ্ন তোলেন, সংসদ ভবনটা কি পোজ দিয়ে ছবি তোলার জায়গা। কেন পশ্চিমী পোশাক পরে সংসদ ভবনে গিয়েছেন মিমি। একই রকম ট্রোলিং-এর শিকার হতে হয় বসিরহাট  থেকে নির্বাচিত সাংসদ নুসরত জাহানকেও। 

মজার বিষয়, দুজিনের মাথায়ই বিজেপি থেকে নির্বাচিত সাংসদ গৌতম গম্ভীরও সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তিনিও জিন্স ও টি শার্টেই উপস্থিত হন সেখানে। কিন্তু তাঁকে কোনও রকম ট্রোলিং-এর শিকার হতে হয়নি।

03:11অগ্নিমিত্রাকে 'বেহায়া-নির্লজ্জ' আখ্যা কুণাল ঘোষের, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ অগ্নিমিত্রা পাল02:52মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী, দেখুন পাল্টা কী বললেন তিনি05:26"ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না" তৃণমূলকে কেন এমন বললেন শুভেন্দু03:40"যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ সৌম্য আইচ রায়ের | Soumya Aich on Mamata03:40Soumya Aich Roy : "যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের03:39Narkeldanga Fire : নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ৩০টি বাড়ি10:52ম্যাডাম বাজেটে বাংলা বঞ্চিত কেন? নির্মলা সীতারমনের সামনে গর্জে উঠলেন অভিষেক06:41পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফিরত আমেরিকার, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের05:19মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখুন কী বলছেন16:52'বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগ করব' প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি