পরণে টি-শার্ট, তার ওপরেই মোদীর ছবি। বেশ কিছু ছেলে-মেয়ের পরণে এমনই পোশাক। ইকো পার্কে ঢুকতে বাধা সিকিউরিটির। তাই নিয়েই চলল তর্ক-বিতর্ক। ইকো পার্কে কোনওরকম রাজনীতি করা যাবে না। এমনটাই বলতে শোনা গেল সিকিউরিটিদের। অন্যদিকে, রাজনীতি মানতে নারাজ মোদী টি-শার্ট-ধারীরা। তাঁদের দাবি, টি-শার্টে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। দেশের প্রধানমন্ত্রীর ছবিতে কিসের আপত্তি? পাল্টা দাবি জানায় তাঁরা। এই ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায়।