আলিপুর চিড়িয়াখানায় আগমণ হল নতুন অতিথির। সেখানকারই মা দ্যুতি জন্ম দিয়েছে এক শাবকের। এই দ্যুতি আলিপুরের একটি জেবরা। সেই জন্ম দিয়েছে এক কন্যা সন্তানের। নতুন সদস্যকে পেয়ে খুশি এখন চিড়িয়াখানার সদস্যরা। ২৬ মার্চ এই জেবরা শাবকটি জন্ম হয় সেখানে। যদিও এখনও শাবকটির নাম ঠিক হয়নি বলেই জানিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই নিয়ে সেখানে এখন মোট জেব্রার সংখ্যা ৭টি।