কোন্নগর পুরসভার কর্তব্যরত অবস্থায় তৃণমূল নেতার ম্যাসাজ নেওয়ার ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। একইমধ্যেও একই কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়লেন খোদ বিধাননগর পুলিশ কমিশনারেটের এক পুলিশ আধিকারিকরা। সেই ভিডিটিও যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, বিধাননগর কমিশনারেটে নিজের টেবিল বসে ফোনে কারও সঙ্গে কথা বলছেন এস আই জয়ন্ত দাস। আর তাঁর একটি হাতে ম্যাসাজ করে যাচ্ছেন এক ব্যক্তি। তাঁর পরনে পুলিশের খাকি প্যান্ট আর টি-শার্ট। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এদিকে অভিযুক্ত এসআই জয়ন্ত দাসের সাফাই, তাঁর কাঁধ লক হয়ে গিয়েছিল। কর্তব্যরত অবস্থাতেই ম্যাসাজ নিচ্ছিলেন তিনি। কিন্তু ভিডিও-তে যাঁকে ম্যাসাজ করতে দেখা যাচ্ছে, তিনি কি পুলিশকর্মী? অভিযুক্ত পুলিশ আধিকারিকদের দাবি, ওই ব্যক্তি পুলিশে চাকরি করেন না। তিনি ফিজিওথেরাপিষ্ট। যদিও ওই ব্যক্তির পরনে খাকি প্যান্ট কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে।