বাঙালিদের নতুন বছর মানেই পয়লা বৈশাখ। বাংলা বছরের শুরুতেই অনেকেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন, সারা বছর ভালো কাটানোর আকাঙ্খা নিয়ে। এবারও পয়লা বৈশাখে তার অন্যথা হল না। কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেল। সামাজিক দূরত্ব সিকেয় তুলে চলল পুজো। অধিকাংশ মানুষের মুখেই তবে দেখা গেল মাস্ক। তবে মাস্ক না দিয়েও পুজো সারলেন অনেকেই। অন্যদিকে একই ছবি দেখা গেল দক্ষিণেশ্বরেও। সেখানেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।