দিল্লির পর এবার পাঞ্জাব আম আদমি পার্টির দখলে। সদ্যই পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। পশ্চিমবঙ্গ রাজনীতিতেও এবার আসতে চলেছে নতুন দল। রবিবার বিকেল চারটে নাগাদ মধ্য কলকাতার গিরিশ পার্ক থেকে শুরু হয় আম আদমি পার্টির সমর্থকদের পদযাত্রা।
দিল্লির পর এবার পাঞ্জাব আম আদমি পার্টির দখলে। সদ্যই পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। পশ্চিমবঙ্গ রাজনীতিতেও এবার আসতে চলেছে নতুন দল। রবিবার বিকেল চারটে নাগাদ মধ্য কলকাতার গিরিশ পার্ক থেকে শুরু হয় আম আদমি পার্টির সমর্থকদের পদযাত্রা। ধর্মতলা পর্যন্ত চলে এই পদযাত্রা। এই পদযাত্রায় প্রায় আনুমানিক ১৮০ জন মহিলা ও পুরুষ কর্মী হাজির ছিলেন, এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে, একবার সুযোগ পেলে কাজ করে দেখাবো পশ্চিমবঙ্গে, বেকারত্বের সমস্যা, শিক্ষা ক্ষেত্রে সমস্যা, চিকিৎসা ক্ষেত্রে সমস্যা সহ আরও বহু সমস্যা সমাধান করবে বলেও তারা আওয়াজ তোলে এদিন। এর আগে শনিবারেও বারাসাতে দেখা যায় আম আদমি পার্টির পোস্টার। বারাসাতে তৃণমূলের খাস তালুকে দেখা যায় সেই পোস্টার। রবিবার তাদেরই পদযাত্রা দেখা গেল খাস কলকাতার বুকে। ইতিমধ্য়েই এই দল পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসার চেষ্টা শুরু করেছে।