টাকা চেয়ে হুমকি চিঠি, আতঙ্কে পরিবার। নিউটাউনের (New Town) হেলাবটতলা সরদারপাড়া এলাকার ঘটনা। ২৫ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠির অভিযোগ গৌড় পরিবারের। বাড়ির সামনেই পড়ে থাকতে দেখেন তাঁরা একটি টিফিন বক্স। টিফিন বক্সের সঙ্গেই ছিল একটি হুমকি চিঠি। টিফিন বক্সের মধ্যে বোম (Bomb) ছিল বলে দাবি এই পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। তাঁরা গিয়ে সেখান থেকে টিফিন বক্সটি উদ্ধার। কে বা কারা এমনটা করেছে জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত গোটা পরিবার।
টাকা চেয়ে হুমকি চিঠি, আতঙ্কে পরিবার। নিউটাউনের (New Town) হেলাবটতলা সরদারপাড়া এলাকার ঘটনা। ২৫ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠির অভিযোগ গৌড় পরিবারের। বাড়ির সামনেই পড়ে থাকতে দেখেন তাঁরা একটি টিফিন বক্স। টিফিন বক্সের সঙ্গেই ছিল একটি হুমকি চিঠি। টিফিন বক্সের মধ্যে বোম (Bomb) ছিল বলে দাবি এই পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। তাঁরা গিয়ে সেখান থেকে টিফিন বক্সটি উদ্ধার। কে বা কারা এমনটা করেছে জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত গোটা পরিবার।