ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি তাঁদের প্রাপ্য ঠিকমতো মেটাচ্ছে না। এই অভিযোগ তুলে সোমবার থেকে আটচল্লিশ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন কলকাতার অ্যাপ ক্যাব মালিকরা। যার জেরে এ দিন সকাল থেকেই চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা বিমানবন্দরে নামা যাত্রীরা। অভিযোগ, সুযোগ বুঝেই হলুদ ট্যাক্সির চালকরাও ইচ্ছেমতো ভাড়া চাইছেন। হাওড়া স্টেশনে নামা এমনই এক যাত্রীর অভিযোগ, ওলা- উবের না পেয়ে বাধ্য হয়ে নিউটাউন আসার জন্য ২৪০০ টাকা দিয়ে অন্য গাড়ি ভাড়া করতে হয় তাঁকে।
যাত্রীদের হয়রানির কথা স্বীকার করে নিয়েও ধর্মঘটী সংগঠনের প্রতিনিধিদের দাবি, সরকারি হস্তক্ষেপের পরেও তাঁদের প্রাপ্য অর্থ সঠিকভাবে মেটাচ্ছে না ওলা- উবের কর্তৃপক্ষ। যাত্রীদের থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করার পরেও গাড়ির মালিকদের টাকা মেটানোর ক্ষেত্রে গড়িমসি করছে দুই সংস্থাই। ফলে, বাধ্য হয়েই তাঁরা ধর্মঘটের পথে হেঁটেছেন। তাঁদের দাবি, দেশের অন্যান্য শহরেও একই পথে হাঁটতে বাধ্য হয়েছেন অ্যাপ ক্যাব মালিকরা।