করোনা আবহে রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি। বিশেষ নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশিকা অমান্য করেই বসেছে হাট। এমনই ছবি দেখা গেল মানিকচকের মথুরাপুরে। সেখানেই প্রতি শনিবার হাট বসে। এতদিন সেই হাট না বসলেও এই শনিবার হাট বসে সেখানে। হাট বসতে দেখেই সেখানে গিয়ে লাঠিপেটা করে পুলিশ। পুলিশের তৎপরতায় বন্ধ হয় হাট। মানিকচক ব্লক প্রশাসন সিদ্ধান্ত নেয় আগামী তিন সপ্তাহ মথুরাপুরের শনিবারি হাট বসবে না ।একেবারে মানিকচকের বিভিন্ন প্রান্তে নোটিশ করে হাট বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেয় মানিকচক ব্লক প্রশাসন। গত দুই সপ্তাহ ঠিকই ছিল। বসেনি হাট ।