কলকাতা শহরের উপকণ্ঠে দেড়শো বছরের বেশি পুরনো মন্দির। বাঙালিদের কাছে দক্ষিণেশ্বরের ভবতারণী মন্দিরের মহাত্ম্যই আলাদা। তার উপর কালীপুজো বলে কথা! রবিবার সকাল থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরের ভক্তদের ঢল নেমেছে। শুধু কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ভিনরাজ্য থেকেও এসেছেন বহু মানুষ। মন্দির চত্বরে ভিড় সামলানোর বিশেষ ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। দীপাবলী উপলক্ষে আলোয় সেজে উঠেছে দক্ষিণশ্বের মন্দির। প্রতিবছর কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরের ভবতারিণী দেবী সোনার গয়না সাজানো হয়, পরানো হয় রাজবেশ। রবিবার রাত দশটা থেকে পুজো শুরু হবে দক্ষিণেশ্বরে। পুজো চলবে সোমবার ভোর চারটে পর্যন্ত। এবারও যথারীতি দক্ষিণেশ্বর মন্দির চত্বরে দর্শনার্থীদের মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।