ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। সেখান থেকেই করলেন একাধিক রাজনৈতিক মন্তব্য। ১৬ ফেব্রুয়ারি আদি গঙ্গায় নেমে শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখান। এই নিয়েই তীব্র নিন্দা করলেন তিনি। মুখ্যমন্ত্রী মাস্টারদের টালির নালায় ফেলে দিলেন, এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। এছাড়াও একাধিক অভিযোগ করলেন শাসকদলের বিরুদ্ধে। সেই সঙ্গেই বাদ গেলনা অন্যান্য দলও। একাধিক রাজনৈতিক তথ্য তুলে ধরলেন তিনি। বাম ও কংগ্রেস এখন একজোট, এই নিয়েও একধিক মন্তব্য করলেন তিনি।