রবিবার থেকে জাঁকিয়ে শীত। শীতে জবুথবু হবে কলকাতা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ১১-র নীচে ছিল পারদ। রবিবার থেকে পারদ আরও নামবে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য।
পৌষ মাস পড়তে না পড়তেই জাঁকিয়ে শীত। সপ্তাহান্তে বঙ্গে আরও পারদ নামার আশঙ্কা। রবিবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে। শীতে এবার জবুথবু হবে কলকাতা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একাধিক জেলায় ১১-র নীচে ছিল পারদ। রবিবার থেকে পারদ আরও নামার সম্ভাবনা বঙ্গে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য। সেই সঙ্গেই বিক্ষিপ্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কলকাতাতেও শীতের আমেজে কাটবে রবিবার। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। রবিবার রয়েছে কলকাতায় ভোট। আর ভোটের দিনেই ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-র কাছাকাছি এবং বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।