নারদ মামলায় গ্রেফতার হয়েছেন ৪ হেভিওয়েট। গ্রেফতার হয়েছেন ফিরহাদ হাকিমও। সারাদিন শেষে। সন্ধ্যা নাগাদ ববি-সুব্রত-মদন ও শোভনের জামিন হয়। পরে সেই জামিনেই স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই ঘটনা নিয়েই এবার সরব হয়েছেন ফিরহাদ কন্যা। 'রাষ্ট্রপতি শাসন করে বাংলা দখলের চেষ্টা চলছে', এমনটাই বললেন ফিরহাদ হাকিম কন্যা। সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানালেন তিনি।