দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরজুড়ে বিক্ষোভের মাঝেই কলকাতা বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরজুড়ে বিক্ষোভের মাঝেই কলকাতা বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী। রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানালেন মেয়র ফিরহাদ হাকিম। হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহার মত বিজেপির রাজ্য নেতারাও এসেছিলেন বিমানবন্দরে। এখান থেকেই হেলিকপ্টারে রাজভবন যান মোদী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানান তাঁকে।