বাঙালি যুবককে বিনা কারণে মার এবং হেনস্থা অভিযোগ উঠল আরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল কালীঘাট মেট্রো স্টেশনে। বাঙালি যুবককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হয়েছে, এই অভিযোগে মেট্রো স্টেশনে গিয়ে বিক্ষোভ দেখায় 'বাংলা পক্ষ' নামে একটি সংগঠনের প্রতিনিধিরা। এতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। অভিযুক্ত আরপিএফ জওয়ানকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে চলতে থাকে বিক্ষোভ। সংগঠনের তরফে আরও দাবি করা হয়, কলকাতা এবং বাংলায় আরপিএফ-এ শুধু বাঙালিদেরই রাখতে হবে। স্টেশনের মধ্যেই 'জয় বাংলা', 'জয় বাঙালি'-র মতো স্লোগান উঠতে থাকে। শেষ পর্যন্ত কালীঘাট থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের হেনস্থার শিকার হওয়া যুবকের সঙ্গে কথা বলেন মেট্রো আধিকারিকরাও।
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। সিজার মিশ্র নামে এক মেট্রো যাত্রীর বিরুদ্ধে কালীঘাট স্টেশনে কর্তব্যরত দুই আরপিএফ জওয়ানের কাছে গিয়ে অভিযোগ জানান এক মহিলা যাত্রী। তাঁর অভিযোগ ছিল, অনুমতি না নিয়েই তাঁর ছবি তুলেছেন ওই যুবক। সঙ্গে সঙ্গে ওই যুবককে কর্তব্যরত আরপিএফ জওয়ান আটক করেন। কিন্তু সিজার মিশ্র যুবকের ফোন পরীক্ষা করে অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই অভিযোগকারী মহিলাও নিজের ভুল বুঝতে পেরে লিখিতভাবে নিজের অভিযোগ প্রত্যাহার করে নেন। অভিযোগ, তার পরেও ওই যুবককে ছাড়েননি কর্তব্যরত এক আরপিএফ জওয়ান। গালিগালাজ এবং মারধর করতে করতে তাঁকে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওই যুবকের।