মঙ্গলবার রাতে বাঁশদ্রোণীতে শ্যুটআউট। বাঁশদ্রোণীতে (Bansdroni) প্রমোটারকে লক্ষ্য করে চলল গুলি (Shoot out)। রাত্রি আটটা নাগাদ নিরঞ্জন পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় সাধন বণিক নামে এই প্রমোটার। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্পণ চক্রবর্তী এবং বুবাই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই খুনের চেষ্টা বলে অনুমান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বাঁশদ্রোণীতে শ্যুটআউট। বাঁশদ্রোণীতে (Bansdroni) প্রমোটারকে লক্ষ্য করে চলল গুলি (Shoot out)। রাত্রি আটটা নাগাদ নিরঞ্জন পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় সাধন বণিক নামে এই প্রমোটার। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্পণ চক্রবর্তী এবং বুবাই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই খুনের চেষ্টা বলে অনুমান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।