পরনে সাদা গেঞ্জি আর তাতেই লেখা 'সব বেচে দে'। এই নিয়েই চলল প্রতিদবাদ নিউটাউনের ইকোপার্কে। রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাব উদ্দিন জনা তিরিশ তৃণমূল কর্মী নিয়ে প্রতিবাদ চালান সেখানে। তাঁদের প্রত্যেকের পরনেই ছিল এই একই পোশাক। প্রতঃভ্রমণের সঙ্গেই সাড়লেন প্রতিবাদও। তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার একে একে দেশের অনেক কিছুই বেচে দিচ্ছেন। রেল থেকে শুরু করে বিমান অনেক কিছুতেই ভাগ বসাচ্ছে বড় বড় বেসরকারি সংস্থা। আর সেই কারণেই তাঁদের এই প্রতিবাদ। এর পাশাপাশি তিনি কেন্দ্র সরকারকে বেচুরাম সরকার বলেও সম্বধন করেন।